নোয়াখালী সোনাইমুড়ীতে ওয়াজ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত, The Woj Festival was held in Noakhali Sonimuri


নোয়াখালী প্রতিনিধি
 নোয়াখালী সোনাইমুড়ী জয়াগ বাজার মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতিবার রাতে জয়াগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সোলাইমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন এফবিসিসিআই এর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ি কমিটির সভাপতি শিল্পপতি মোহাম্মদ নিজাম জিটু। এসময়ে আরোও উপস্থিত ছিলেন নেত্রোকোনার জামীয়া কারিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ্য মুফতি শহিদুল্লাহ্ বাহার যুক্তিবাদী, ঢাকা জামীয়াতুস্ সুন্নাহ্ মাদ্রাসার মূফতি আবুল হাসনাত ফরিদী, জয়াগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মূফতি হেফজুর রহমান ও পেশ ইমাম জহিরুল ইসলাম, জয়াগ আল-কোরআন একাডেমীর পরিচালক হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন স্বাধীনতা রক্ষা করতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন প্রজন্ম জেগে উঠতে হবে এবং ধর্মিয় শিক্ষায় মনোনিবেশ দিতে হবে। 

Noakhali representative
Noakhali Sonaimuri Zayag Market Owners and Traders have organized a huge Waj and Doa Festival. The President of the Standing Committee of the Ministry of Posts, Telecommunications and ICT of FBCCI addressed the meeting as the chief guest, chaired by the President of the Zag Bazar Traders Association Alhaj Soliman on Thursday night. Also present on the occasion were Mufti Shahidullah Bahar, head of the Jamia Karimia Madrasa of Netrokona, Mufti Abul Hasnat Faridi of Dhaka Jamiatus Sunnah Madrasa, Khatib Mufh Hofjum Hofjum, Hafjul Mohram, Hafjul Mohram, Hafjul Mohram, Hafjul Mohram, Jaf Masjur and Hafjul Islam. The chief guest said that in order to preserve independence, a new generation has to be awakened and educated in good education and focus on religious education.

Post a Comment

0 Comments