নোয়াখালীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য আটক, Three members of 'Ansarullah Bangla Team' arrested in Noakhali


নোয়াখালী প্রতিনিধি :  
নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
সোমবার আটকৃতদের আদালতে উঠানো হয়েছে। এন্টি টেররিজম ইউনিট ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রোববার রাতে এন্টি টেররিজম ইউনিটের টিম ইনচার্জ সাজ্জাদ হোসেন নেতৃত্বে সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর উপজেলার ৩নং নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী সদরের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সোহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো.নুর আলম’র ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবির’র ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩), কামাল উদ্দিন’র ছেলে আনোয়ার হোসেন (২০)। 

পরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।


Noakhali Representative:
Anti-terrorism unit arrested in Noakhali banned militant group 'Ansarullah Bangla Team'
The detainees were arraigned in court on Monday. The Anti Terrorism Unit granted a 3-day remand while the court granted a 3-day remand.

On Sunday night, members of the Anti-Terrorism Unit in-charge, Sajjad Hossain, led a raid on the Noonani Union at Sadar upazila of Noakhali on the basis of secret news.

The arrested were Mahmudur Rahman Sohail alias Mohan, 27, son of Mohiuddin of Durgaganagar village of Noakhali Sadar, and son of Md. Nur Alam of the same village. Abdullah Kabir, 25, son of Humayun Kabir Arif Hossain, 25, and Anwar Hossain, 29, son of Kamal Uddin.

Later, Anti-Terrorism Unit Inspector Rashedul Islam filed a case against Sudharam police station against the arrested.