নোয়াখালী প্রতিনিধি
র্যালী, কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি সু-সজ্জিত র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ্, বিএম জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান, স্বাচিপ জেলা সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, নোয়াখালী ম্যাটস্ এর অধ্যক্ষ বিধান সেন গুপ্ত সহ অনেকে।
আলোচনা শেষে সভা কক্ষে কেক কেটে স্বাপিপের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
Noakhali representative
The 20th anniversary of the Independence Physician Council (Swachip) in Noakhali has been celebrated through colorful events including rallies, cake cutting.
A well-organized rally was held in front of Noakhali General Hospital on Tuesday afternoon. The rally meets on the main street of the hospital, in the meeting hall of the hospital.
Speaking at the meeting, the caretaker of Noakhali General Hospital said. Khalil Ullah, President of BM District Branch. MA Noman, Swachip district general secretary. Mahbubur Rahman, Noakhali Mets Principal Bidhan Sen Gupta along with many others.
After the discussion, Swapip's birthday was celebrated by cutting the cake in the meeting room.
0 Comments