নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা ও মাদক সহ ১৩ মামলার আসামি নিহত,তিন পুলিশ সদস আহত. অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার, One killed and three policemen injured in a gun battle at Sonimuri in Noakhali. Weapons recovered and Yaba recovered


নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়াতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা, মাদক ও দুস্যতাসহ মোট ১৩ মামলার আসামি রতন মিয়া নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী অস্ত্র , চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি কার্তুজের খোসা, ৩১পিচ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের  রহমত উল্যার ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান,  ১৩ মামলার আসামি রতন মিয়া কে শনিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে তাকে নিয়ে পাশ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও পাল্টা ৪৬ রাউন্ড গুলি করে । এসময় রতন মিয়া গুলিবিদ্ধ হয় তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য এস আই নাজমুল, এসআই উজ্বল ও কনস্টেবল জসিম আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি খোসা ও ৩১ পিচ ইয়াবা উদ্ধার করে।

Noakhali Representative:
Ratan Mia was killed in a gun battle with police at Padipara in Sonamuri upazila of Noakhali. Three policemen were injured. Police recovered a domestic weapon, four round cartridges, two cartridges, 3 pitch yaba from the scene. The deceased was identified as Ratan Mia, son of Rahmat Ullah of Mahtabpur village of Sonapur union of Sonimuri upazila.

Sonimuri police officer-in-charge (OC) Abdus Samad said police arrested the accused on Saturday afternoon. Police and 3 rounds were fired at the counter. Ratan Mia was shot in the head and taken to Noakhali Sadar Hospital at night with serious injuries. Three policemen SI Nazmul, SI Ujjal and constable Jasim were injured during the gun battle.

Police recovered locally-made pipe songs, four round cartridges, two throws and a 6-pitch yaba from the scene.