নোয়াখালী সোনাইমুড়ীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন/Human chain to protest businessman's attack on Sonamuri Noakhali



নোয়াখালী  প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের  ব্যবসায়ী আবদুল ওহাবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও জনসাধারন।
বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায়ীদের এ মানববন্ধনে শত শত ব্যবসায়ী ও জনসাধারন অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমিশাপাড়া ইউপি সদস্য মোঃ বাবলু, মোঃ বাবুল মেম্বার, কবির মেম্বার, ব্যবসায়ী নাজিম উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন, দিদারুল আলম, মাইন উদ্দিন বাবু, আলী হোসেনসহ বাজার ব্যবসায়ীরা।
তথ্য সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আমিশাপাড়া বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী আবদুল ওহাবের উপর ১৫-২০ জন মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা গুলি, রামদা, হকস্টিক, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জ্বিত ছিল। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
মানববন্ধনে বক্তরা বলেন, আমিশাপাড়া বাজারে দীর্ঘদিন থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাঁদাবাজি করে আসছিল। ব্যবসায়ীরা চাঁদাদিতে অস্বীকার করার কারণে প্রায় বাজারের হামলা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ যারাই সন্ত্রাসী কার্যক্রম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ পিপিএম বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Noakhali representative
Traders and the public have protested against the attack on Abdul Wahab, a trader at Amishpara market in Sonimuri in Noakhali.
Hundreds of businessmen and the public participated in the human chain of businessmen from 8am to 12pm on Wednesday.
Speaking on the human chain, Amishpara UP member Md Bablu, Md Babul member, Kabir member, businessman Nazim Uddin Chowdhury, Nizam Uddin, Didarul Alam, Maine Uddin Babu, Ali Hossain were among the market traders.
According to information sources, last Monday night, 8-20 masked terrorists attacked Abdul Wahab, a crockery businessman in Amishpara market. At that time, they were equipped with indigenous weapons, including bullets, ramda, hawkstik, Chinese ax. A case is being prepared at the police station.
Speakers in the human chain said that foreign terrorists had been extortionists in Amishpara market for a long time. Traders are refusing to pay the market for almost any market attack. This is the continuation of the attack. We demand the administration's fair trial and businessmen's safety.
In this regard, local MP HM Ibrahim said that strict action will be taken against those who instruct the prime minister to carry out terrorist activities.
Sonimuri police officer in-charge (OC) Abdus Samad PPM said legal action would be taken if a case was filed with the police station in this case.