নোয়াখালীর কবিরহাটে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে ভূমি দান / Donate land to set up a technical training center for orphans in Kabirhat, Noakhali






নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি দান করেছে রওশনা আক্তার হায়দার। তিনি প্রাক্তন সচিব জাফর হায়দার এর সহধর্মিনী। 

আজ দুপুরে এ উপলক্ষ্যে জেলা প্রশাসক এর হলরুমে এক প্রেস ব্র্রিফিং আয়োজন করে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রওশনা আক্তার হায়দার সম্পূর্ণ বিনা মূল্যে ৮ বিঘা বা ২০৮ শতাংশ ভূমি দান করেন। দানকৃত ভূমিতে এতিম ছেলে-মেয়েদের জন্য ১০০ আসন বিশিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এ সময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা সমাজসেবা উপ পরিচালক আইয়ুব খান ও সহকারি পরিচালক বেলাল হোসেন।




Raushana Akhter Haider has donated land for setting up a technical training center for orphan boys and girls in Dhansiri Union of Kabirhat Upazila of Noakhali. He is the co-wife of former secretary Zafar Haider.

Noakhali District Social Service Office organized a press briefing in the hall of the Deputy Commissioner on this occasion.

According to the press briefing, Raushana Akhter Haider donated 5 bighas or 20 percent of the land for free. A 5-seat technical training center will be set up for orphan boys and girls in donated land.

Noakhali Deputy Commissioner Tanmay Das, Deputy Commissioner of Social Services Ayub Khan and Assistant Director Belal Hossain were present.