নোয়াখালী কবিরহাট উপজেলায় চলছে স্মার্ট কার্ড বিতরণ, Distribution of smart cards in Noakhali Kabirhat Upazila


নোয়াখালী প্রতিনিধিঃ-

জেলাটির কবিরহাট উপজেলায় চলছে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ, উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদে আনন্দ ও উল্ল্যাসের মধ্য দিয়ে চলছে কার্ড বিতরণের কার্যক্রম। কুয়াশার আদলে ঘেরা এই শীতের সকালে বিভিন্ন বয়সের নারীরা তাদের কোলের ছোট বাচ্চাটিকে নিয়ে লাইনে দাড়ায়, সকাল ৯টার সময় কার্ড বিতরণ শুরু হয়ে বিকেল চারটার সময় শেষ হয়। দুপুর ১২টা পর্যন্ত নারী ভোটাদের কার্ড বিতরণ শেষে পুরুষ ভোটারদের স্মার্টকার্ডটি দেওয়া হয়। বিরতিহীন ভাবে চলে কার্ড বিতরণের কর্যক্রম। অনেক সময় অপেক্ষার পর স্মার্টকার্ডটি হাতে পেয়ে আনন্দে বাড়ি পিরেন সকল নারী পুরুষ ভোটারগন।

অত্র ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মন্নান মুনাফ বলেন, আজ ১নং ওয়ার্ড ভোটাদের কার্ড দেওয়া হচ্ছে, আগামি শনিবার ২/৩নং ওয়ার্ড ভোটাদের স্মার্টকার্ড দেওয়া হবে, এই ভাবে সাতদিন আমার ইউনিয়নে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে। তিনি আরো বলেন, এই ইউনিয়নবাসী যেন সুন্দর মত তাদের এই কার্ড গুলো নিতে পারে যাতে কোন সমস্যা না হয় এই জন্য এখানে পুলিশ, ৯টি ওয়ার্ডের চৌকিদার এবং সকল মেম্বারগন উপস্থিত রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এই উপজেলাটিতে গত ১১ই নভেম্বর ২০১৯ইং থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়, আগামি ১৮ই জানুয়ারি ২০২০ইং পর্যন্ত স্মার্টকার্ড বিকরণ কার্যক্রম চলবে। আমরা যথা সময়ের মধ্যে আমাদের এই কাজটি সমাপ্তি করতে পারবো। তিনি আরো বলেন, অত্র উপজেলাটিতে মোট ভোটার সংখ্যা ১৪৬২৪১ জন, এখন কার্ড পাবে ১৩৫২০৪ জন। বাকি যেই কার্ড গুলো আসেনি সেই গুলো আবার নতুন তারিখ করে বিতরণ করা হবে, এবং যারা ল্যামোনেটিং কার্ডটি হারিয়ে পেলেছে তারা সোনালি ব্যাংকে ৩৪৫ টাকার চালান ফরমে আইডি কোর্ড দিয়ে পূরুণ করে নিয়ে আসলে কার্ড পেয়ে যাবেন। এবং ১৮ জানুয়ারির পরে আমরা পুরো উপজেলা নিয়ে চারদিনের একটা প্রোগ্রাম করবো, এখন যারা কার্ড নিতে পারছেনা তখন সেখান থেকে নিতে পারবে। তার পরেও যারা নিতে পারবেনা তারা যেই কোন সময় উপজেলা থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবে। 


Noakhali Representatives:

Distribution of smart card of national identity card is underway in Kabirhat upazila of the district, distribution of cards is going on in Dhansari Union Parishad of Upazila through joy and exultation. This winter morning, surrounded by fog, women of different ages stand on the line with their young child in their lap, and the card distribution begins at 4am and ends at four in the afternoon. Up to 12 noon, after distributing the card for women voters, the smart card was given to the male voters. Distributed card distribution activities. After waiting a long time, all the women and male voters returned home happily getting the smart card.

The chairman of the union, Abdul Mannan Munaf, said that the voting card was given to the ward no. 9 today, the smart card will be given to the ward number of ward no. 7 on Saturday. He said that the people of this union should be able to take these cards in their hands so that there would be no problem. The police, four ward guards and all the members are present.

Upazila Election Officer Monirul Islam said the smart card distribution program of the national identity card was started on November 8 last, and the smart card radiation program will continue till January 7, 2020. We will be able to finish our work in a timely manner. He added that the total number of voters in the upazila is 121, and now the card will get 121. Any remaining cards that have not been returned will be distributed on a new date, and those who have lost the lamonating card will get the card by completing the ID card in the invoice form at Sonali Bank. And after January 5, we will do a four-day program with the whole upazila, which can now be taken by those who cannot afford the card. Even then, those who cannot afford to collect their cards from the upazila at any time.