Noakhali / নোয়াখালী
নোয়াখালীতে সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মাওলানা বোরহান উদ্দিন।
📌 সদস্যবৃন্দ: আবুল কালাম আজাদ ভূঁইয়া, ইকবাল হোসেন মজনু, নুরুল আলম বিপ্লব, মোতাসিম বিল্লাহ সবুজ, ইমাম উদ্দিন আজাদ, শাহাদাত বাবু, খায়রুল আলম রিপাত, নাসিম শুভ, ইউনুস বাহার, আবদুল মোতালেব, আবদুল্লাহ, জহিরুল ইসলাম, ইমাম হোসেন প্রমুখ।
এছাড়াও প্রথম আলো নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ করেন এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
0 Comments