নোয়াখালীতে সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


নোয়াখালীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের হল রুমে এ আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নোয়াখালী জেলা শাখা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মাওলানা বোরহান উদ্দিন

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা

ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ

এছাড়াও প্রথম আলো নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনার মূল বিষয়

বক্তারা প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ করেন এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Post a Comment

0 Comments