তৃণমূলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নোয়াখালীতে যৌথভাবে কর্মীসভা আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহর মাইজদীর নোয়া কনভেনশন হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, যিনি কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। এছাড়াও, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের উদ্দিন, এবং ছাত্রদলের সাবেক সভাপতি আজগর আলী দুখুসহ অন্যান্য নেতৃবৃন্দও আলোচনায় অংশগ্রহণ করেন।
0 Comments