নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন করেন, স্থানীয় সংসদ মামুনুর রশিদ কিরন।আমানউল্লাহপুরে ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে ৯৬ লক্ষ টাকা বরাদ্ধে নির্মিত ভবনটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন।
এসময় বেগমগঞ্জ উপজেলার উপ-নির্বাচনে নৌকা প্রার্থী শাহনাজ বেগম উপস্থিত জনতার কাছে আগামী ১০ই ডিসেম্বর নৌকার পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানান।
Local MP Mamunur Rashid Kiran inaugurated the new building of Amanullahpur Government Primary School in Begumganj, Noakhali.
Upazila Education Officer Md Abdul Matin was present at the inauguration ceremony of the building constructed at a cost of Tk 96 lakh in Amanullahpur on Sunday afternoon under the chairmanship of Union Chairman Arifur Rahman.
Meanwhile, Shahnaz Begum, a boat candidate in the by-election of Begumganj upazila, requested the people present to vote for the boat on December 10.
0 Comments