নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তর করা হয়েছে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দল , A group of 29 Rohingyas has been shifted to Hatiyar Bhasanchar in Noakhali


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে।


শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ওই রোহিঙ্গার দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। তার আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে একটি ছোট বোটে ভাসমান অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এর মধ্যদিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দলকে আনা হয়েছে। সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে। এরপর তাঁদের শনিবার দিবাগত রাতে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তাঁরা সেখানে থাকবেন। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান,উদ্ধার করা দলটিতে পাঁচজন শিশু, ১৯ জন নারী ও পাচঁজন পুরুষ রয়েছেন।

এদিকে ভাসানচরে দায়িত্বপালনকারী একজন নৌ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বরুন মুঠোফোনে জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নিয়ে আসে। দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে। 


Noakhali Representative:
A group of Rohingyas has been shifted to Hatiyar Bhasanchar in Noakhali. The team has a total of 29 members including women and children.
The Rohingya group was taken to Bhasanchar by the navy members at around 3 am on Saturday. Earlier, they were rescued from a floating boat in the Bay of Bengal in Cox's Bazar. With this, the locals think that the process of relocation of Rohingyas to Bhasanchar has started.
Noakhali District Superintendent of Police Alamgir Hossain said a 29-member group of Rohingyas had been brought to Hatiyar Bhasanchar. Seeing a small boat floating in the sea, the navy rescued the group of Rohingyas. They were then given shelter with Bhasanchar on Saturday night. They will be there for now. Navy and police have been deployed for their security. He said the rescued team included five children, 19 women and five men.
Meanwhile, a naval officer in charge of Bhasanchar, Lieutenant Commander Barun, said on his mobile phone that the group of Rohingyas was brought to Bhasanchar around 3 am on Saturday. The members of the group have been kept separately in a cluster house of the shelter project. Their meals are being arranged officially.


Post a Comment

0 Comments