নোয়াখালীতে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, Distribution of food items among Imams and Muazzins in Noakhali

নোয়াখালীতে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার ছয়শতাধিক ইমাম ও মুয়াজ্জিনের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম এর পক্ষে নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন ।
বুধবার থেকে চাটখিল উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে এ খাদ্য সামগ্রী ইমাম ও মুয়াজ্জিনের মাঝে  বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  বিল্লাল চৌধুরী

Distribution of food items among Imams and Muazzins in Noakhali

Noakhali Representative-
Noakhali District Council Panel Chairman Masudur Rahman Shipon on behalf of Noakhali District Awami League Vice President Jahangir Alam distributed food items among more than 600 Imams and Muazzins of Chatkhil Upazila on the occasion of Eid-ul-Fitr.
The food items were distributed among the imams and muezzins at various mosques in Chatkhil upazila from Wednesday. Chatkhil Municipality Panel Mayor Ahsan Habib Sameer, Upazila Awami League Organizing Secretary Billal Chowdhury were present at the occasion.

Post a Comment

0 Comments