নোয়াখালীতে অসহায় প্রতিবন্ধী সহ হিজরা ও বেদে সম্প্রদায়ের মাঝে ত্রান বিতর। Distribution of Hijra and Vedas community with disabilities in Noakhali.




নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীতে করোনা ভাইরাস সংকট মোকাবিলায় দুই শতাধিক অসহায় প্রতিবন্ধী, হিজরা ও  বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আলমগীর হোসেন।



বৃহস্প্রতিবার সকালে টেক্সটাইল ইন্সিটিউটের মাঠে প্রতিবন্ধী ও হিজরা এবং বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে শতাধিক বেধে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Noakhali Correspondent - Police superintendent Alamgir Hossain has distributed food items to more than 200 helpless disabled, Hijra and Bede communities in the Noakhali Corona virus crisis. Hundreds of people with disabilities and Hijra and Chandraganj in Begumganj were distributed food items to the village on Thursday morning at Textile Institute grounds. Additional Superintendent of Police Shahjahan Sheikh, Begumganj Police Station Officer-in-Charge Harunur Rashid were present.

Post a Comment

0 Comments