নোয়াখালীতে প্রাক্তন বৃটিশ সৈনিক পরিবারকে আর্থিক অনুদান, Financial aid to the family of a former British soldier in Noakhali


নোয়াখালী প্রতিনিধি :
রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আর.সি.ই.এল) এর অর্থায়নে এবং জেলা সশস্ত্র বাহিনী বোর্ড নোয়াখালীর ব্যবস্থাপনায় প্রাক্তন বৃটিশ সৈনিক এবং মৃত বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
রোববার জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যালয়ে বৃটিশ সৈনিকের ৩৩জন বিধবা স্ত্রীকে এ সাহায্য প্রদান করেন সশস্ত্র বাহিনী বোর্ড নোয়াখালীর ভারপ্রাপ্ত সচিব ওয়ারেন্ট অফিসার (অবঃ) হাবিবুর রহমান।
জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৭সালের আগে উপযুক্ত সৈনিক ও বিধবা স্ত্রীগণের স্বামীরা বৃটিশ সরকারের অধীনে সততার সাথে সৈনিকের চাকরি করতেন। তাই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ এর অর্থায়নে এই আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার জীবিত একজন প্রাক্তন বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রী ও ৩২জন মৃত বৃটিশ সৈনিকের বিধবা স্ত্রীকে ১৪হাজার ৫শত টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। 

Noakhali Representative:
Financial assistance has been provided to former British soldiers and widows of deceased British soldiers, financed by the Royal Commonwealth X Services League (RCEL) and the management of the District Armed Forces Board, Noakhali.
Habibur Rahman, Acting Secretary Warrant Officer (deputy) of the Armed Forces Board Noakhali provided the assistance to the widow of a British soldier at the office of the District Armed Forces Board on Sunday.
According to the office of the District Armed Forces Board, prior to 9, the husbands of suitable soldiers and widows worked honestly under the British Government. Therefore, this financial support is being financed by the Royal Commonwealth X Services League of the Bangladesh Armed Forces Board. As a result, the widow of a former British soldier and the widow of 12 dead British soldiers have been financed by Tk 1,900 on Sunday.

Post a Comment

0 Comments