নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন নোয়াখালীর কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অরবিন্দ ভৌমিক, পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক বিনয় কিশোর রায়, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল।
১ম অধিবেশন জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় এবং ২য় অধিবেশনে কমিটি ঘোষনা হয়।
Noakhali Representative:
The tri-annual conference of Bangladesh Hindu, Buddhist, Christian Unity Council, Pooja Udupan Parishad was held at Kabirhat Municipality Auditorium in Noakhali.
Kabirhat Municipal Mayor Zahirul Haque Raihan, Hindu, Buddhist, co-secretary of the Central Committee of the Christian Unity Council, Arvind Bhowmik, general secretary of the district committee of the parish, Vinay Kishore Roy, Pooja Udhayana Parishad district council committee and Sangatha council of Sangrur. Pal.
In the 8th session, the national flag was raised, the lamp was lit and a discussion meeting was held and the committee was announced in the 2nd session.
0 Comments