নোয়াখালীতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ গঠনের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
ঘটনা বিবরণ:
- নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ।
- সুজন নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক মাহবুবুর রহমান, নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীন সহ অন্যান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
0 Comments