নোয়াখালীতে সামাজিক সম্প্রীতি বর্ধনে আলোচনা সভা অনুষ্ঠিত ও খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে সামাজিক সম্প্রীতি বর্ধনে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 
সন্ধ্যায় সদর উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা মডেল মসজিদের খতীব মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শাহাদাত হোসেন জাফরের সঞ্চালনায় আলোচনায় সভায় সদর, সুবর্ণচর সহ বিভিন্ন উপজেলার ইমাম ও মুয়াজ্জিনগণ অংশগ্রহণ করেন।


বক্তাগণ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা পালনের জন্য আহবান জানান এবং যেকোন সংকটে ইমামদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং সামনের দূর্ঘাপূজাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

Post a Comment

0 Comments